রক্তদান রক্তদান
একটি মহৎ কাজ
এক বিন্দু রক্ত ফোঁটা
বাঁচায় মুমূর্ষু রোগীর প্রাণ।
শরীর থেকে এক বোতল
রক্তদান করো রোগীকে
সে হিন্দু না মুসলিম
ব্যবধান না রেখে।
সবার রক্ত একই রং
ভেদ করোনা তাই
মুক্ত হস্তে দান করতে
রক্তদান শিবিরে যাই।
সুস্থ শরীর রক্ত দিলে
হয় না কোন ক্ষতি
১৫ দিনে ঘাটতি রক্ত
পূরণ হয় সত্যি সত্যি।
৩ মাস অন্তর রক্ত দিলে
বাঁচবে কত প্রাণ
তাই মনে রেখো না ভয়
চলো রক্তদান শিবিরে যায়।


রচনাকালঃ ১৪/০৭/২০১৩