প্রতিদিন ভোর হয়
পূর্ব দিক লাল হয়
জেগে ওঠে তপন
ফোঁটে ভোরের আলো
অথচ ভেতরে তীক্ষ্ণ অন্ধকার কালো।


প্রতিদিন ফুল ফোটে
সুগন্ধ সৌরভ বাতাস বয়
মৌমাছি ,প্রজাপতি
খেলা করে বাগান ময়
তবুও ফুল মুর্ছা যায়।


প্রতিদিন পাখি গান গায়
প্রত্যহ বাতাস বয়
দিগন্তের নদী আপন বেগে
বয়ে যায় দেশ দেশান্তরে
নৌকা ,জাহাজ সঙ্গে নোংড়া আবর্জনা।


প্রতিদিন কাজে যাওয়া
সন্ধ্যে বেলা ঘরে ফেরা
সকল ব্যস্ততার ফাঁকে
মনে আশার আলো জাগে
তবু সকলি অচিন।