অমৃতের আশায় সমুদ্র মন্থন কর্ষ
তাতে যেন না লাগে গরলের সংস্পর্শ,
দেবতা অসুর সবার মনে ভয়
কিভাবে উদ্ধার পাবে এই বিপর্যয়।
অনিবার্য মৃত্যুর হাত থেকে পৃথিবীকে
কে বাঁচাবে পৃথিবীর সৃষ্টিকে,
হঠাৎ সব সংশয়ের চিন্তা শেষ
আবির্ভূত হলেন ভস্ম মাখা মহাদেব।
পান করে নিলেন সমস্ত গরল
অমৃত লাভের পথকে করলেন সরল।
তার কন্ঠে ধরে রাখলেন গরলের ভার
ভূষীত হলেন নীলকন্ঠ নাম তার।


রচনাকালঃ ০৮/০৯/২০১৩