মাথায় ঝুড়ি মুখে দাড়ি
ফেরিওয়ালা যায়।
বলছে হেঁকে পথে পথে
মাটির মূর্তি চাই ?
খোকা খুকু দৌড়ে এসো
এসো এসো মাম্।
সবার জন্য মূর্তি আছে
৫ টাকা দাম।
খোকার জন্য আছে দেখো
ঘোড়া এবং হাতি।
খুকুর জন্য এনেছি দেখো
বর বৌয়ের মূর্তি।
মায়ের জন্যও রকমারী সব
ঠাকুরের পট।
খোকা খুকু বায়না জোড়ে
দাওনা মাগো ঘট।
ফেরিওয়ালা চলে গেলে
হবে যে সব হাতছাড়া।
হাতি ঘোড়া নিয়ে খুকুর
ভাবটি পাগল পারা।


রচনাকালঃ ২১\০৭২০১৩