কলকাতা থেকে গ্রামে এলাম বেড়াতে
দাদুর বাড়ি গরমের ছুটি কাটাতে।  
দুপুর থেকে অঝোর বৃষ্টির কারনে
মনটা সবার খারাপ লাগে।
সন্ধ্যেবেলা ভাই বোনেরা ব্যস্ত
দাদুর কাছে ভূতের গল্প শুনতে।
গরম আলুর চপ আর ঝালমুড়ির সাথে
ভূতের ভয় মনে জমাট বেঁধেছে।
বৃষ্টির পর চারিদিকটা ভীষণ  নিস্তব্ধ
রাতের খাওয়া সেরে শুয়ে পড়ি সবাই।
মাঝরাতে শোনা গেল নূপুরের শব্দ
কে যেন হেঁটে চলেছে ঘরের ভিতর।
ভাইবোনেরা সবাই মিলে তড়িঘড়ি উঠে
পরামর্শ করে নিলাম ভূত ধরতে হবে।
টর্চ নিয়ে বেরিয়ে গেলাম ঘরের পিছনে
সেখানে ঝাউগাছ তলায় বসলাম সবাই।
ভাবছি এবার ভূত বেরোলেই ধরবো তাকে
হটাৎ দেখি মেনি পুষি, গলায় ঘুঙুর বাধা
এদিকে হাওয়ায় নড়ছে ঝাউগাছের পাতা।
ঘুঙুর ও ঝাউপাতার শব্দ মিলেমিশে একাকার
ভুতের নূপূরে শিউরে উঠলো সারা শরীর।


রচনাকা : ২৭/০৭/২০১৩