সবুজ মাঠে কাশের মেলা
নীল আকাশে মেঘের ভেলা।
মিষ্টি রোদ শরৎ কালে
ঢাকের তালে হৃদয় দোলে।
গাছে গাছে শিউলি ফুলে
ভ্রমর বেড়ায় দুলে দুলে।
কুমোর পাড়ায় ঠাকুর গড়া
সবার প্রাণে জাগলো ছড়া।
পুজোর দিনের খবর পেয়ে
মনের পাখি উঠল গেয়ে।
শিশির ভেজা দূর্বা ঘাস
জগদম্বার মর্ত্যে বাস।
পঞ্চম দিনের শেষ ফাঁকে
জগদম্বা জগৎ জননী
সকলের মাঝে থাকেন তিনি ।
সবাই তখন বলতে থাকে-
‘মা থাকবে কতক্ষন
মা যাবে বিসর্জন’
সত্যি কথা সেটাতো নয়
আসল কথা হল এটাই---
‘অসুর থাকবে কতক্ষন
অসুর যাবে বিসর্জন’।


রচনাকালঃ ২৩/১০/২০০৯