চৌদ্দ পুরুষে খাতা খুলেছিল যুদ্ধের পরে এসে,
খাতার এখন বারো অবস্থা উপায় নাই আর হেসে।
প্রথম শ্রেনীর বাচ্চাও পারে সমখন্ডন করতে,
চোদ্দ পুরুষের অবাক খন্ডন খাতার প্রতি পরতে।
কোথাও বর্গ সামান্তরিক কোথাও নতুন খন্ডন,
পরম্পরায় এই অবস্থা করতে জমি বন্ঢন।
চাষের জমি ঠিকই আছে সন্তান জোড়া জোড়া,
সন্তানে ন্যায্য অধিকার কি আর আছে করা।
ধীরে ধীরে বিশাল জমি খন্ড বিখন্ড,
এই জমিনেই রক্ত ঝরে আর কত যে তার দ্বন্দ।
বিশাল একটা সাগর এখন অনেক দিঘীর মেলা,
কারো অংশে অবাক যত্ন কারো বা অবহেলা।
তীব্র রোদে একটা অংশ ফেটে চৌচির,
অন্য অংশে চলে আবার ফসলের তদবীর।
অবাক দেশে চৌদ্দপুরুষের রক্ত ছড়াছড়ি,
মাঠের কৃষক কেউ আবার কারো বহুতল বাড়ি।