আমাকে নিস্পেষিত করতে এসো একদিন,
চুর্ন বিচূর্ণ করে দিও,
দুমরে মুচরে দিও,
তবু সাদা পাড়ের লাল শাড়িটা পড়ে একবার দেখা দিও।
পায়ে আলতা পড়েই এসো যেন,
হাতে সাতরঙা চুড়ি,
ঔষ্ঠ্যে লিপস্টিকের লেপন,
নিবিঢ় কালো চোখে আমাকে ধ্বংশ করে দিও।
নখে গোলাপি চিমকির সদাচারণ,
আড় চোখে চেয়ে থাকা সহস্র সাতকাহন,
মেহেদী রাঙা হাতে খুলে দিও মনের বাতায়ন,
নুপুরের ঝংকারে আমাকে পাগল করে দিও।
তবু আর একবার তুমি শাড়ি পড়ে দেখা দিও।
খোপার চুলগুলোতে একটা শুভ্র ফুল,
সামনের দিকে বিমোহিত করা কটা ছড়ানো চুল,
তোমাকে দেখতে আমি তীব্র ব্যাকুল,
আকস্মিকতায় না হয় দেখা দিও।
সৃষ্টি উপমায় মন্চ্ঞ কাপাও,
অপলকে চাহনী দাও,
অগোচরে আমাকে পোড়াও,
আর পারছি না তন্বী, আমাকে মেরে ফেলতে হলেও আর একবার এসো,
অন্তত ক্ষনিকের জন্য হলেও আরেকবার ভালোবেসো।