উত্তরের বৃষ্টি জল দক্ষিনে অতল,
ডুবেছে নগর আর ব্যবসা অচল।
বানের জলে রিক্সাগুলো ডুবন্ত প্রায়,
পাহাড় ধ্বশে মানুষ এখন অনেক দিশেহারায়।
টিনের চালে ঠাঁই নিয়েছে কপোত কপোতি,
বৃষ্টিজল কমে না বরং বাড়ছে দিবারাতি।
শুদ্ধ পানির তীব্র অভাব অসূখ আসন্ন,
কেউ আবার সর্বস্ব হারায় অস্তিত্ব বিপন্ন।
কঠিন সময় যাচ্ছে সবার কর্মের ও অভাব,
ধনীজনে সৃষ্টি হোক মানবতা মনোভাব।
আবর্জনার ঢিপ জমেছে বাড়ির উঠানে,
মানবতা কোথায় গেছে আছে যে কোনখানে।
আছে যারা মানবসেবক আহ্বান উদাত্ত,
বানভাসিদের পাশে দ্বাড়াবো এই হোক মত্ত।
সময় আছে প্রকৃতিকে করবো সংরক্ষন,
অতি বৃষ্টি রোধে সবাই হবো সতেচন।
সভ্যতাকে কখনো আমরা হতে দেব না ম্লান,
ক্ষতি করতে নগর যেন করেনা বৃষ্টি স্নান।