দুজনের পাড়া ছুয়ে এখন আর মেলা বসে না,
বেলুন বদলের প্রনয়,
পোড়ামাটির ঘোড়া,
দুইটাকার মালা বদল ও হয়না।
দুজনে হারিয়ে যেতাম অথচ হারাতাম না,
এক টাকার বায়োস্কোপ,
চার আনার মিঠাই,
আর তোমার পছন্দের আট আনার বাতাসা মিস করতাম না।
কল্পনায় হারিয়ে যেতে চড়কায় দুজনে বসতাম,
তুমি হাসো,
শুন্যে ভাসো,
ভয় পাও বলে শক্ত করে তোমার হাত ধরতাম।
গ্রামের মেলাটা এখন আর বসে না,
তুমি যুবতী,
রাজকন্যা রুপবতী,
নির্দ্বিধায় তোমার হাত ধরাটা এখন শোভা পায় না।
তুমিও একটা ডাব আর ভাগ করে খেতে চাওনা,
হয়তো ব্যস্ত অনেক,
হয়তো কর্মব্যস্ত,
কারো খোজ নেবার ফুরসতই হয়তো পাওনা।
এখন ভবের রঙমেলায় আছি দুজনে,
হয়তো ফিরে গিয়ে অতীতে,
অথবা কল্প বিলাসিতে,
আট আনার বাতাসা খাবো আবার কোনক্ষনে।।।