বাসন্তী প্লাবন ভেবে,ও চোখ
ডুবেছিল নিদারুণ শ্রাবণে,
    ঝড়ো হাওয়ার এ আষাঢ়
     আত্মঘাতী বিশ্বাসে
প্রবল হয় ডাইনীর উচ্ছ্বাসে!
পাতা ঝরা রোদ বিকেল,
এক বুক না বলা হৃদয় দহন
কথা না রাখা জারজ শকুন
অট্টহাসিতে ডুবায় ফাগুন।
জীবনজয়ী যে বীর,
আখ্যানে যার চরিত্র লিখন,
তার নির্লিপ্ত চোখেও শ্রাবণ নামে,
এ বসন্ত এমন আকাল,
              ফিরে যায় চোরাবালিতে।