প্রিয়তী, কখনো কি আকাশ হওয়ার
                  ইচ্ছে ছিল তোমার?
কিংবা সোনালী ডানার প্রজাপতি!
নীলনদের পাড়ে যাকে খুঁজেছিল
                         কোন রাজপুত্তুর।
তোমার কি কখনো ইচ্ছে জাগেনি
পাহাড়ের সমান ভালবাসায়
                              বিলীন হতে।
কখনো কি ইচ্ছে হয়নি
                     নায়েগ্রার জলস্রোতে
                         ভেসে যেতে!
কি তোমার ইচ্ছে, বড্ড অচেনা আমার,
মরুভূমির সাইমুম ঝড়ে
                         দিশেহারা পথিকের মত,
প্রথম মাদকের গন্ধ পাওয়া
                          উদ্দাম যুবকের নেশার মত।
হৃদয়ের উত্তাপে চোখে চোখ রেখে
          একবার যদি দৃষ্টি দিতে,
কতটা আকাশ হয়েছ বুঝে নিতে।
কতটা কাঙাল একটা হৃদয়,
পুষ্পহীন কেটেছে কতটা বসন্ত
                                       বুঝে নিতে!
ফ্রেমে আটা তোমার চোখে
আমি এক বিরাণ গ্রীষ্ম
খাঁ খাঁ করা কাঠফাটা রৌদ্দুর,
এক পলকের বিনিময়ে পৃথিবী দেয়া
                      ভন্ড পুরুষ।
সমস্ত সংকীর্ণতাকে বুকে চেপে
শুধু এটুকু বলি,
প্রেমিক আমি ঘাতক নই!