শ্যামল-সবুজ,মাটিতে গড়া,
আমার এ দেশ রত্নে ভরা;
জালের মত ছড়ানোর নদী
বয়ে যায় সে নিরবধি।
মাটির মানুষ,মাটির দেশে
নতুন সূর্য নানান বেশে,
আমার এ দেশ সেরার সেরা
অভাব থাকলেও সুখে ঘেরা।
কৃষক,কামার,জেলে,তাঁতী,
একে অন্যের দুঃখের সাথী।
গাড়ি,দালানের নেই অহংকার
মাটির মানুষের সেবাই প্রত্যুপকার।
জীবনের সাথে মিশে আছে
এ মাটির মিষ্টি ঘ্রাণ,
এ মাটি বিনে মানুষের দেহে
থাকবে না কভু প্রাণ।
সবুজের সমারোহে ধরণীর এক দেশ
সোনালী রোদে ঝলমলানো আমার বাংলাদেশ।