এই জগতে অনেকেই তো
ভালো মানুষ সাজে,
ওপর ওপর দেখায় ভালো
হয়না ভালো কাজে।


মুখ দেখে ভাই যায় না চেনা
সঠিক মানুষ কে-যে?
সকলেরই ক্ষতি করে
ভালো মানুষ সেজে।


যায় না স্বীকার সে-যে লোভি
অন্যকে দেয় দোষ,
কেউ বলুক, আর নাইবা বলুক
সেইতো নন্দঘোষ।


নিজের সুখের জন্য সে-যে
ভাঙ্গে অপরের ঘড়,
সন্দেহ নাই কোনমতে
সেইতো স্বার্থপর।