তুমি আমার শ্রেষ্ঠ সর্বনাশাশ্রয়ী,
বিচিত্র অপরাজিতা...
দরদী নির্মমতায় শুরুতেই ডুবে গেছো,
অভেদ্য রহস্য সৃষ্টি হয়েছে
তোমার অপার নীরবতায়,
থাকো তেমনই আছো যেমন,
নড়ো না একতীল;
চোখ তুলে চেয়ে অন্ধ করো বধির কবিকে...


কেমন তুলতুলে, কঠিন তোমার, মায়াবী অবহেলা
হাসতে গিয়ে কেঁদে ফেলে
হৃদয়ের শরীর পুড়িয়ে ফেলতে;
আজ দেখবো কত,
ভেজাতে পারো দুটো চোখের পাড়...
আমার সমাধির পাশে বসে
তুমি সাঁঝবেলা কেঁদে কাটিয়ে দিও...
গ্রীবায় তোমার গেঁথে যাওয়া চুমু
ফিরিয়ে দেয়ার চেষ্টা করে দেখো?


তুমি মৃত্যুর পর আমার শিরোচ্ছেদকারী হবে,
বেদনার্ত নীল অপরাজিতা?
বড্ড সাধ ছিল বেঁচে থেকে,
বিশ্বাসঘাতক হবো তোমার মতই,
চোখ খোলো প্রিয়,
কড়িকাঠে দেখো ঝুলছি এ আমি সত্যিই...


পৃথিবীর যত প্রেম জানি এ মুহূর্তে তোমার মনে,
তোমার প্রেমে পায়ের নীচে যখন শুধুই শূন্যতার বাতাস...