আছে এক যন্ত্র
বেতার তরঙ্গ,
ভাসে কথা ভাসে গান
মন প্রাণে লাগে টান।


গান হবে নজরুল
রবীন্দ্র প্রেম-ফুল,
বাঁশী কিবা বেহালা
ধারা বিবরনী খেলা।


আবহাওয়া সংবাদ
যুদ্ধ বা প্রতিবাদ,
শোনা যাবে সব এতে
রাখো যদি কান পেতে।


দিন বদলের বেলা
ফাগুন বোশেখ মেলা,
বিনা-তার যন্ত্র
শোনাতো যে মন্ত্র;
স্বাধীনতা যুদ্ধ
শুদ্ধ অশুদ্ধ...!


বিপ্লবী গান সাথে
চরমপত্র হাতে
মৃত প্রাণে দিত সুধা
ভয় ভীতি লাজ ক্ষুধা।


সব কিছু পেরিয়ে
করতো যে ফেরি এ,
সাহসের সম্ভার
হয় জিত নয় হার...!


প্রযুক্তি আধুনিক
যত মন কেড়ে নিক
আজো কারো কারো কাছে
রেডিও ঠিক একই আছে।


জেলে কিবা পাহাড়ী
সীমান্ত প্রহরী;
বিশেষত অন্ধ
নেই কোন দ্বন্দ্ব,
বন্ধু সে তার
তরঙ্গ বেতার...!


যেখানে যখনই চাও
ফাও ফাও শুনে যাও,
চায় না এ পাসওয়ার্ড
কিংবা ক্রেডিট কার্ড;
লাগবে না MB
ঘরে পাবে পৃথিবী...!


আমার তোমার প্রিয়
বিনা-তার রেডিও...