কর্মক্লান্ত নাগরিক ফেরে,
ফিরে আসে...
পথের উপর পড়ে থাকা
সদ্য নিক্ষিপ্ত সিগারেট
সর্পিলাকার ধোঁয়া,
নাগরিক হোঁচট খায়...
ও কী? কাল কেউটে?
চোখের ভুল?
ভয় খাওয়া চোখ,
আচমকিত হৃদপিন্ড
কোনটাই উপড়ে
পাশের নর্দমায় ফেলতে অক্ষম
এমন চকিত উৎকন্ঠা,
বিপদ ভাবনাতাড়িত
এমনই জীবন কাটে,
কেটে যায় ধারালো ব্লেডে
কর্মক্লান্ত নাগরিক ফেরে,
ফিরে আসে...
উত্তপ্ত বাজার, সবজি তাজা
চকচকে মাছ, রক্তিম মাংস
আংটায় ঝোলানো
সীনে রানের নিচে
জবেহ-প্রস্তুত নির্বিকার খাসি
চৌবাচ্চার জলে
জীবন্ত কাতলা রুই...
সবকিছুর গায়ে বিদ্রূপের হাসি
ধার দেনার শাঁখেরকরাতে
আরো আরো শান...
মরিচিকার সুস্বাদু জল
নীলিমার পেঁজা তুলো
দুরারোগ্য ক্ষতে
মোহিনী আরাম...
কর্মক্লান্ত নাগরিক ফেরে,
ফিরে আসে...