ঝরা পাতার অপূর্ব বিরহ নয়তো
মোটেই প্রাণভাঙা; বন্ধুহীন একাকী
শূন্যে চেয়ে থাকা যেন অন্তহীন ফাঁকি
বিধাতার; সবুজ মাখা অঙ্গ সতত
বাতাস প্রিয়ার আদরে জড়ানো; কত
দারুন ক্ষণ গেছে যে চলে চেয়ে থাকি
নীলাকাশ গায়ে; মুছে যায় কভু তা কী?
আত্মায় যাহা কালদেবী দিয়াছে শত
আবেগে প্রেমচিহ্ন আঁকি; বিবর্ণ চোখে
আজি চাহি ঘাসলতা শিরঃপরি বিন্দু
শিশির জ্বলিছে মুক্তোসম; অন্তরীক্ষে
কত ব্যথামালা গেঁথে; সিক্ত তবু ধু ধু
করিছে; রবে না কেহ, পূজিবে না রেখে
দীর্ঘ শ্রদ্ধাসনে, রবে শুধু মৃত্যুবধুঁ...