কতদিনের কত স্বচিত্ত প্রতিজ্ঞায়
বাঁধা ক্ষণ যেন আজ মোহমুক্তি পেয়ে
মহাকালদেবী পায়ে সম্পূর্ণ লুটায়;
এমন এ মায়াময় ডাক, বিষ পিঁয়ে
যেন নুতন ভোর দেখা আহবান; না
হলো পূরণ সব আশা, তবুও কি যে
শান্তি এমন এ বাঁধা হতে মুক্ততায়;
সব প্রেম ভুলে নিজেকেই দেখি নিজে,
ভয় হারিয়ে বেশি ভীত হয়ে প্রতিজ্ঞ
হই আজ, চেয়ে তোমারে ওগো প্রিয়তি
করবো না আর অসম্মান, কালদেবী
করে তোমারে সোনাপেঁড়ে শাঁখার মত
যতনে পরায়ে মুক্ত আমি আজ, সবি
আজ মোর হৃত, তবু আমি ত্বমে নত!!