সাঁঝবঁধূ     মুছে ফেলো নয়নের জল
              চেয়ে দেখো মোর নয়নে।


প্রিয় তবু    হয়ে আছো আজও মম
              মনের দূয়ারে ঝড় তুলে।।


              আমারে পেয়েছ বলে
              আমারে গিয়েছ ভুলে,


              আপন মনে করেছো হেলা
              ফেলেছ বিস্মৃতির অতলে।।              


আর        প্রিয় ফেলো না আঁখীজল
             পূজারীরে ক'রো না হীনবল


             তোমার আমার শাশ্বত প্রীতিমালা
             ভাসায়ো না উষ্ণ আঁখী-জলে।।