বিবেক তুই কোথায় থাকিস বল!
তুই কি আমার বিড়াঙ্গনা মায়ের চোখের জল?
অথবা তুই বুলেট বিদ্ধ বড় ভাইয়ের শার্ট রক্ত মাখা,
নাকি ধর্ষিতা বোনের বোবা অর্তনাদ, ভাঙ্গা শাখা।
বিবেকরে বিবেক তুই কোথায় থাকিস বল!
তুই কি ফিলিস্থানে আগ্রাসী হায়েনার দল ?
অথবা তুই পিলখানাতে, নিজ স্বার্থ্যরে টান,
কিংবা অনাহারী পথশিশুর জীবন লেখা গান।
বিবেকরে বিবেক তুই কোথায় থাকিস বল!
তুই কি রাজাকারের জানাযায় লাখো মানুষের ঢল?
কিংবা চোর বাটপারের জনসভায় জোরালো স্বর,
নাকি দুর্বলের উপর নির্যাতনের স্ট্রীমরোলার জীবন ভর।
বিবিকরে বিবেক তুই কোথায় থাকিস বল!
তুই কি আমার ভাইয়ের রক্তে রঙ্গিন পদ্মার জল।
তুই কি কাঁটাতারে ঝুলন্ত ফেলানীর লাশ
নাকি তুই মাদকসেবী রাসেলের গলায় ফাঁস।
-২৬.১০.১৪ ইং