কত স্বপ্ন ভরে আমি
ভাসাইলাম স্বপ্নের নাও,
ছপ ছপিয়ে দাঁড় যে কাটে
নীল সাগরের বুক চিঁরে।


ছেঁড়া পালে হাওয়া লেগে
অচীন দেশে আনকা পথে
কূলের দিশা নেইকো জানা
বইছে নাও আপন বেগে।


হয়তো কোথাও মিলবে পাড়
ভিড়বে নাও তীরে আপন-সনে
স্বপ্ন কি তার অনঘ হবে
নুতন সূর্যের আগমনে।