দিন শেষে আলোক-রশ্মির বিদায়ের ক্ষণে
বুকে বেজে উঠলো বেদনার ঘণ্টা
আজ আমার প্রিয়া বাঁধা পড়বে
অন্য এক বাহু বন্ধনে।


এমনি এমনি নেমে এল ক'ফোঁটা অশ্রু কণা
চিবুক বেয়ে টপ টপ ঝরে পড়ে শুকনো বালুকায়
উদাস চোখে আকাশের মেঘমালার ভিড়ে
যেন দেখতে পাই হৃদয়ের রক্তক্ষরণ।


আজ ফিরে পাবে প্রিয়া আমার তার পুরনো ভালবাসা
দীর্ঘ ১২ বসরের অপেক্ষার প্রহর হয়তো হবে শেষ
মনকে বেঁধেছি শক্ত বাঁধনে, কান্না সংবরণে
তেঁতো পানির উন্মাদনায় যদিবা একটু কষ্ট ভুলে থাকা যায়!