ও চাঁদ,আজ তুমি বড্ড উজ্জ্বল
চারদিকে তুমি আলো ছড়াচ্ছ
আজ তোমার কোন অভিমান নেই
সব ধুয়ে গেছে মেঘের কান্নার সাথে।


আমি জানি তুমি রাত্রিকে ভালবাসো
মেঘ তোমাদের আড়াল করে রেখেছিল
কিন্তু দেখ আজ সে পরাজিত
সে তোমাদের থেকে দূরে সরে গিয়েছে।


সত্যি তুমি ভাগ্যবান
ঘুম ভাঙলে দেখবে প্রেয়সী তোমার পাশে,
আবার প্রেয়সীর সাথে মিশবে তোমার বুক
আবার দেখা যাবে তোমার সেই হাসি মুখ।


চাঁদ,আজ তোমাকে দেখে আমার হিংসে হচ্ছে
তুমি তোমার প্রেয়সীকে পেয়েছো
কিন্তু আমি একা বসে তোমাদের মধুর মিলন দেখছি
কত যন্ত্রনা নিয়ে আমি আজ বসে আছি তুমি তা বুঝবে না-
বুঝবে না তুমি প্রেয়সীকে হারানোর বেদনা!
সত্যি তুমি স্বার্থপর,তুমি নিষ্ঠুর,তুমি বেরসিক!!