প্রথম দেখায় কাউকে এতটা ভালো লাগে?
যার রেশ আজীবন মনের মাঝে থাকে?
আমি এমন ভালবাসায় অবিশ্বাসী ছিলাম
কিন্তু আজ বুঝি নিজের কাছেই হার মানলাম।
না না আমি শক্ত মনের মানুষ
প্রশ্রয় দেবো না হঠাৎ ভালবাসাকে
কি দেবে আমাকে এই ভালবাসা?
কিছু চোখের জল কিছু নির্ঘুম রাত্রি।
তবু পারিনা কিছুতেই ভুলতে তারে
যে ছিল মনের খুব গভীরে
ভালো আছে ভালো থাকবে সেটাই আশা
আমার আজও ভুলতে না পারা ভালবাসা।