নাঃ।  কেন এ ছলনা?
কেন এ পরীক্ষা ? কার  এ অধিকার ?
আমাকে ক্ষুদ্র করে,কার এ অহংকার ?
যদি তোমার ।
সাবধান হও,আমি আর কতবার?
যদি বাঁধ ভাঙে কোনোবার।
রসাতলে যাবে সৃষ্টি
বানভাসি হবে তুমি ,
আর তার সাথে আমি,
আর যতকিছু আছে তোমার আমার ।