যদি ভোর সিগ্ধ আলোর ছটা
সব দিন রাতের প্রকাশ বসে থাকার শুরু শেষ মাত্র।
জীবনের কানায় কানায় কেমন বেঁচে
অস্তীত্ব খুজি যে আলোয় দাড়ায় আমি তো সে রং,
আগাম বহু বাসনা জল হয় কেবলই
নিসৃ:ত সাদা জল আয়না খালি দেখা যায় নিজ অমৃতকে!
অস্হির একাকে দেখতে হয় অসহায়ের মত আমিকে আমি।
ভাসে জল হয়ে দেখা যায় তোমার সাদা চোখ।