(১)
ফুল ফুটলে ভালবাসা দাও
ভ্রমরের গুন গুন হাওয়াই,
কষ্ট থাকলে শীতল করে দাও
তোমার সেকি অভাব?
(২)
এই সেই জ্বলজ্বলে তারা ভরা চাঁদনী রাত
তোমার লোমশ বুকে কামনার গন্ধের দ্যুতি;
আর আমার চৈত্র খরা জমিনে তৃষ্ণার নদী
তারপর মেঘে ঢাকা অঝরে অন্তরাল বৃষ্টি।