সাইজখানা ছোট্ট হলেও
কথাগুলো বড়বড়,
নিজস্বার্থে মরে গেলেও
হয়না সে জড়সড়।

কলেজেতে শিবিরকর্মী
চালাকীতে ফাস্ট,
রাজনীতিতে ভিন্নধর্মী
রাস্তাঘাটের ডাস্ট।

এমপি মন্ত্রী স্পিকার নয়
গাড়ীতে তার ফ্লাগ,
চামচারা তাকে করে ভয়
যদিও বা সে ক্লার্ক!

তৃতীয় শ্রেণীর কর্মচারী
ধান্ধাবাজে চতুর,
টাকা কামায় ভুরিভুরি
ধর্মটা হয় ফতুর।

সবার কানে ঢালে বিষ
সাজে মহান নেতা,
হাতটাও করে নিশপিশ
সয়না আধিখ্যেতা।

ষড়যন্ত্রেরই শিরোমনি
বোঝেনা প্রভু ভৃত্য,
করে নিজের কুলখানি
কবরেই তার নৃত্য!

চোগলখুরিতে চুনি সে
কুট বুদ্ধিতে সেরা,
মানুষের মঙ্গলে পানসে
প্রতিহিংসায় ঘেরা।

ইউনিয়নের চেয়ারম্যান
থাকেইনা পরিষদে,
স্বঘোষিতই নেতা মহান
আসীন নানা পদে!

সার্টিফিকেট ছাড়া অধ্যক্ষ
স্কুল ছাড়াই শিক্ষক,
উল্টো যে তারাই উল্লেখ্য
সমাজপতি রক্ষক!

চলবেনা আর মীরজাফরি
মোস্তাকের দিন শেষ,
শালার পাছায় লাথি মারি
শুদ্ধ হোক সোনার দেশ।

আসাপারি
২৯আগস্ট২২সোমবার
১২:০৪পিএম২২০৭তম
পারুলিয়া।