আমার কবি মানসে তোমার
অবরুদ্ধ অনুভব,
প্রতিবন্ধী প্রেমে তোমার
অন্যায় অপমৃত্যু!
অত:পর
অব্যক্ত কথাগুলো
অব্যক্তই,
লেখা হয়না কোনদিন।
কারণ, তুমি যে
আমার নও।

২৪/০১/১৯৯৮ইং