প্রভূ তোমার পথে চলার
শক্তি প্রাণে দাও,
দ্বীনদুনিয়ার কথা বলার
সাহস মনে দাও।।

বেলাল যেমন তোমার পথে
সইল নির্যাতন,
তপ্ত মরুর বুকে সে যে
হল অচেতন।
তেমনি তুমি অামায় প্রভূ
কবুল করে নাও।ঐ

অানাছ যেমন তোমার পথে
হল শাহাদাত,
অহুদের ঐ কঠিন যুদ্ধে
পেলনা হায়াত ।
তেমনি তুমি অামায় প্রভূ
শহিদ করে নাও।ঐ

১২/০৭/২০১৫ইং
০৬/৩১/পিএম