তোমায় পড়ে মনে  খোদা
তোমায় পড়ে মনে,
থাকি একা কি করে?
তোমায় বিহনে।

তুমি বিনা অচল আমার
শশি ও রবি,
তুমিহীনা পাই না যে
কোন সুরভি।
তুমিই বল তোমায় আমি
ভূলি কেমনে?


তুমি বিনা অচল আমার
সারা পৃথিবী,
তুমিহীনা দেখি না যে
নয়নে ছবি।
তুমিই বল তোমায় আমি
বলি কেমনে?


০৯/০৪/২০১০ইং