আল্লাহ তুমি দিওনা আমায়
করতে আমিরি,
দিও তোমার দুই চরণে
করতে ফকিরি।

ভোগে যদি যাই ভূলে
তোমার মধুর নাম,
কি হবে পরকালে-
কিইবা পরিনাম।
তাইতো শুধু ভয়ে থাকে
এ অন্ধ আনাঢ়ী।


রোগে যদি যাই ভূলে
তোমার সত্য পথ,
কি হবে মরণকালে
কিইবা কেয়ামত।
তাইতো শুধু ভয়ে থাকে
এ ভন্ড ভিখারী।


০৪/০৩/২০১০ইং
১২/৩৬/পিএম