আল্লাহ তুমি আমার মালিক
রিযেক দেনেওয়ালা,
তুমি মেটাও সকল অভাব
সকল অন্তর্জালা।

তোমার দেয়া ফুল ও ফলে
সকল রহমত,
তোমার দেয়া ফল ও ফসলে
সকল বরকত।
তোমার দেয়া সকল দানে
ধরণী উতালা।


তোমার দেয়া পানিয় জলে
সকল নেয়ামত,
তোমার দেয়া গগনতলে
সকল কুদরত।
তোমার দেয়া সকল প্রাণে
ধরণী উজালা।


০৪/০৩/২০১০ইং
১১/০২/এএম