এগিয়ে চল এগিয়ে চল
বিশ্বনবীর দল,
আসুক শত বাঁধা বিপদ
রক্ত নদীর ঢল।

ভয় করিনা রক্তচক্ষু
ভয় করিনা বোমা,
কোরান মোদের চলার সাথী
মোদের প্রিয়তমা।
কোরান মোদের শক্তি সাহস
কোরান বুকের বল।


ভয় করিনা জেল জুলুম
ভয় করিনা ফাঁসি,
হাদিস মোদের চলার সাথী
মোদের শেষ হাসি।
হাদিস মোদের শক্তি সাহস
হাদিস মুখের বল।


১৮/০২/২০১০ইং
০৭/৫৬/পিএম