আল্লাহ তোমার গান ছাড়া
কিছুই আমি চাইনা,
তোমার গানই জীবন মরণ
তোমার গানই সাধনা।

তোমার গানই জীবন আমার
তোমার গানই পেশা,
তোমার গানই যৌবন আমার
তোমার গানই নেশা।
তোমার গানই হোক আমার
চিন্তা-চেতনা।


তোমার গানই মরণ আমার
তোমার গানই দিশা,
তোমার গানই স্মরণ আমার
তোমার গানই তিষা।
তোমার গানই হোক আমার
ধ্যান-ধারণা।


২৮/০১/২০১০ইং
০৬/১০/পিএম