আল্লাহর পথে আয়রে ছুটে
আল্লাহর পথে আয়,
পরকালে পাবি নাযাত
তারই দয়ায়।

ভুলেযা তোর দুনিয়াদারি
ভুল পথে আর চলবিনা,
ভুলেযা সব বাহাদুরি
মিথ্যে কথা বলবিনা।
সব ভুলে আয়রে ছুটে
দিলের দরিয়ায়।


ভুলেযা তোর ধান্দাবাজি
সুদ আর চাইবিনা,
ভুলেযা তোর চান্দাবাজি
ঘুষ আর খাইবিনা।
সব ভুলে আয়রে ছুটে
ণূরের নৌকায়।


২২/০১/১০ইং
০৭/১২/পিএম