আল্লাহ তুমি শোনালে আমায়
ভোরের পাখির গান,
শোনালে আমায় মধুর বাঁশি
মধুয় মাখা আযান।

শোনালে আমায় পবিত্র বানী
পবিত্র আহ্বান,
শোনালে আমায় স্বর্গীয় সুধা
তৌহিদের গান।
পৃথিবী যখন ঘুমে অচেতন
নিঝুম সুনসান।


শোনালে আমায় পরম বানী
পুন্যের আহ্বান,
শোনালে আমায় অমৃত সুধা
মসজিদের গান।
রবি যখন প্রেম প্রবন
নির্ঘুম নিশান।

০৭-০১-১০ইং
০৫/৩০এএম