আল্লাহ তুমি দাও কন্ঠ
দাও বুকে বল,
দিবানিশি গাই যেন
তোমারই গজল।

তোমার গজল গেয়েগেয়ে
হই যেন পাগল,
তোমার গজল গেয়েগেয়ে
ঝরুক চোখের জল।
তোমার গজল হোক আমার
শেষ সম্বল।


তোমার গজল গেয়েগেয়ে
হই যেন উন্মাদ,
তোমার গজল গেয়েগেয়ে
মিটুক মনের স্বাদ।
তোমার গজল হোক আমার
শেষ সম্বল।

০৪/০১/১০ইং
০৯/০৮/এএম