আল্লাহ তুমি বড় দয়াল
বড়ই দয়াবান,
তোমার দয়া বিনে মাবুদ
হই পেরেশান।

তুমি দাও জন্ম মৃত্যু
ধন দৌলত,
তুমি দাও নিশি নিত্য
প্রেম মহব্বত।
তোমার সৃষ্টির প্রতি তুমি
বড়ই মেহেরবান।


তুমি দাও রুটি-রুজি
বল বরকত,
তুমি দাও সুখ শান্তি
মান ইজ্জত।
তোমার সৃষ্টির প্রতি তুমি
কতই মহতপ্রাণ।


০২-০১-২০১০ইং