তুমি আমার রিযিকদাতা
বিচার দিনের স্বামী,
তাইতো তোমার করুনা প্রভূ
চাই যে শুধু আমি।।

তোমার করুণা ছাড়া হয়না
ফুল ও ফল,
হয়না তরুলতা হয়না
মাঠে ফসল।
তোমার করুণায় পাই অন্ন
পাই ওগো স্বামী।


তোমার করুনা ছাড়া চলেনা
শশি-রবি,
চলেনা গ্রহ-তারা চলেনা
এই পৃথিবী।
তোমার করুণায় পাই আলো
পাই দিবাযামী।


২৫-১২-২০০৯ইং