খোদা গাইব তোমারি গান
সারা দিনমান,
তোমার রুপের বাহার দেখে
জুড়ায় এ প্রাণ।

শোভনীয় ওই সুন্দর বন
স্নিগ্ধ সুদুর সুহাসিনী,
চির সবুজ হতে আমায়
দেয় শুধু হাতছানি।
ফুলশাখায় লতায় পাতায়
তোমারি জয়গান।


মোহনীয় ওই মুক্ত গগন
মিষ্টি মধুর মায়াবিনী,  
চির সুন্দর হতে আমায়
করে শুধু কানাকানি।
জলপাখায় তারায় তারায়
তোমারি গুনগান।


১৪-১১-২০০৯ইং