আল্লাহর নাম জপে যে জন
জপে সর্বদাই,
তার কোন ভয় নাই
তার কোন দু:খ নাই।

আল্লাহযে তার অশ্রু হয়ে
গড়িয়ে পড়ে বুকে,
আল্লাহযে তার চলার সাথি
দূর্দিনে আর দু:খে।
আল্লাহ ছাড়া তার যে আর
আপন কেহ নাই।


আল্লাহযে তার স্বপ্ন হয়ে
ছড়িয়ে পড়ে চোখে,
আল্লাহযে তার বলার সাথি
সুদিনে আর সুখে।
আল্লাহ ছাড়া তার যে আর
স্বজন কেহ নাই।


২৭-১০-২০০৯ইং