আল্লাহর প্র্রেমে মশগুল হ তুই
আল্লাহর প্র্রেমে হ পাগল,
অন্যের প্রেমে বড়ই কষ্ট
হয়রে বড় গন্ডগোল।

প্র্রেম করেছেন আইয়ব
কুষ্ট রোগে পচেনা,
প্র্রেম করেছেন মুসা
নীলনদেতে ডোবেনা।
লাইলী মজনু এমনি প্রেম
পেয়েছে কি বল?


প্র্রেম করেছেন ইব্রাহিম
আগুনেতে পোড়েনা।
প্র্রেম করেছেন ইউনুস
মাছের পেটে মরেনা,
শিরি ফরহাদ এমনি প্রেম
পেয়েছে কি বল?

০৩/১০/২০০৯ইং