ফজরের আযান আকুল করেছে
ব্যকুল করেছে
এ মন,
গুনাহগার আমি কাঁদি সারারাত
অঝড়ে ঝরে
নয়ন।

জীবন খাতায় সীমাহীন পাপ না
হয় যদি শেষ
অন্তরে,
রোজ কেয়ামতে কি করে দাড়াব
পরকালের ঐ
প্রান্তরে।

১৩/০২/২০০২ইং