দূরে ঠেলে দিওনা প্রভূ
দিওনা ঠেলে
দূরে,
হৃদয়ে আজ প্রেমের তুফান
তোমার নামের
সুরে।

তোমার জন্য ব্যকুল হৃদয়
চায়যে ক্ষণিক
দেখা,
এক পলকে এক ঝলকে
বিচার দিনের
সখা।

০৪/০৮/২০০২ইং