কার জন্য বাঁধব বাসা প্রভূ
এই দুনিয়া
মাঝে,
মৃত্যু আমায় হাতছানি দেয়
সকাল বিকাল
সাঁজে।

শুন্য আমায় করবে সকল
দুনিয়াদারি
থেকে,
বিদায় বেলায় রাখবে শুধু
সাদা কাফনে
ঢেকে।

০৭/০৭/২০০২ইং