রক্তিম আকাশ মক্কা মদিনায়
লাল সূর্যটা
ম্লান,
ভোরের স্বপনে কান পেতে শুনি
মধু ঝরানো
আযান।

নামাযের জন্য ডাকেন-
সফেদ সুরেলা
মুয়াজ্জিন,
চোখের নদীতে ভাসে মসজিদ
জেগে ওঠ
হে মমিন।

০৫/০৪/২০০২ইং