বাসর বাঁধনে বেধেছ
আমায় মনটাকে
করেছ চুরি,
লুকিয়ে থেকনা আঁখির
আড়ালে অপরূপা
সুন্দরী।

০১/১০/০১ইং
কাব্যকনা-১২