ওগো চন্দ্রমুখী চাঁদনীরুপে
হৃদয়ে করেছ
গ্রহন,
ভালোবাসার নদীতে এনেছ
প্রেম স্বপ্ন সুখের
মরণ।

২৯/০৯/২০০১ইং
কাব্যকনা-১১